• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
পাহাড়ের সকল হত্যাকান্ডের বিচারের দাবীতে চট্টগ্রামে মানববন্ধন শিক্ষার জন্য চাই আনন্দময় পরিবেশ বললেন শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মোসাম্মৎ কামরুন নাহার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে সংবর্ধনা ও ক্যাপিং সেরিমনি চট্টগ্রামের বিশেষজ্ঞ হোমিওপ্যাথ এর সাফল্যঃ আন্তর্জাতিক জার্নালে কেইস রিপোর্ট প্রকাশ খাগড়াছড়িতে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি কাজ মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসন বাঘাইছড়িতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা গুরুতর অসুস্থ প্রবীণ সাংবাদিক বাবর লংগদুতে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতে ইসলামী,র, কর্মী সমাবেশ নবীনগরে ইউএনও শামীমের বদলির প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদ সম্মেলন পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ মানিকছড়ি শাখার ত্রি-বার্ষিক সম্মেলন- সভাপতি দেওয়ানজী, সম্পাদক সঞ্জয় মা‌টিরাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি দূর্গম পাহাড়ে জুম চাষ জুমচাষিদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন 

পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক হওয়ার পরামর্শ

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ১৬৭ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে আমেরিকা। দেশটির স্টেট ডিপার্টমেন্টের হালনাগাদ ট্রাভেল অ্যাডভাইজরিতে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন নাগরিকদের উদ্দেশে এতে বলা হয়েছে, সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাসবাদ, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুকির কারণে পার্বত্য চট্টগ্রাম ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।

এ ছাড়া ভ্রমণকারীদের জনবহুল এলাকায় ছোটখাট অপরাধ যেমন পকেটমার হতে সচেতন থাকতে বলা হয়েছে অ্যাডভাইজরিতে। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশের প্রধান শহরগুলোতে ছিনতাই, চুরি ও অবৈধ মাদক পাচারের মতো অপরাধ সংগঠিত হয়। অবশ্য জাতীয়তার কারণে কোনো বিদেশি লক্ষ্যবস্তু হচ্ছেন এমন তথ্য নেই।

কোনো আগাম সতর্কতা ছাড়াই সন্ত্রাসী হামলা হতে পারে জানিয়ে সতর্কবার্তায় বলা হয়েছে, সন্ত্রাসীরা জনবহুল এলাকা যেমন পর্যটন গন্তব্য, পরিবহন, বাজার বা শপিং মল, রেস্টুরেন্ট, ধর্মীয় উপাসনালয়, স্কুল এবং সরকারি স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে।

এ ছাড়া ভ্রমণকারীদের বিক্ষোভ কর্মসূচি এবং রাজনৈতিক জনসমাগম এগিয়ে চলতে বলা হয়েছে সতর্কবার্তায়। এতে বলা হয়েছে, আগামী জানুয়ারিতে পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং রাজনৈতিক দলগুলো এরই মধ্যে সভা–সমাবেশসহ নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি পালন শুরু করেছে।

নির্বাচনকে সামনে রেখে এ ধরনের রাজনৈতিক কর্মসূচি আরও বৃদ্ধি পেতে পারে। ভ্রমণকারীদের সতর্ক থাকতে হবে এবং মনে রাখা উচিত শান্তিপূর্ণ এসব কর্মসূচি যে কোনো সময় সহিংস হয়ে উঠতে পারে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে থাকা মার্কিন সরকারের কর্মচারিদের চলাচল ও ভ্রমণে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভ্রমণ বিধি নিষেধ, পর্যাপ্ত অবকাঠামো না থাকায় মার্কিন নাগরিকদের জরুরি সেবা দেওয়ার সুযোগ কম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ