• রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
জীবনে পরিশ্রম না করলে সফলতা অর্জন করা যায় না -অংসুই প্রু মারমা বান্দরবানে সাধারণ ছাত্র সমাজের সংবাদ সম্মেলন সেনাবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ চার যুবক গ্রেফতার বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের পতাকাতলে শামিল হোন- অধ্যাপক আহসান উল্লাহ দীঘিনালাতে মেধাবৃত্তি শিক্ষার্থীদের ক্রেস্ট ও গুণীজন সংবর্ধনা দেওয়া হয় চন্দ্রঘোনায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত গুইমারায় অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদল কর্মী ওসমানের পাশে জামায়াত সাংবাদিক সহ সকল পেশার মানুষের সহযোগিতা চাইলেন রাজস্থলী ও চন্দ্রঘোনা থানার নতুন ওসি তিন পার্বত্য জেলা পরিষদে ৩ জন নতুন চেয়ারম্যান ৩১ দফা নিয়ে মহালছড়িতে কেন্দ্রীয় ছাত্রদলের আগমন নেত্রকোনায় মানবকল্যাণ কামনা করে সূর্য পূজা উদযাপন রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আজ বাংলাদেশের বিপক্ষে জিততে মরিয়া ভারত

অনলাইন ডেস্ক: / ৫৬২ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৭ জুন, ২০২১

আফগানিস্তানের সঙ্গে ড্র করার পর বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মণ পরের ম্যাচে ভারতকে হারানোর লক্ষ্য ঠিক করার কথা জানিয়েছেন। এবার যেকোনো মূল্যে বাংলাদেশের বিপক্ষে জিততে চান বলে জানালেন ভারতীয় মিডফিল্ডার ব্রেন্ডন ফার্নান্দেজ।

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে গত বৃহস্পতিবার আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। বাংলাদেশকে পয়েন্ট এনে দেওয়া গোলটি করেছেন তপু বর্মণ। ম্যাচ শেষে তিনি জানান, তাদের এবারের লক্ষ্য ভারতকে হারানো।

একইদিন বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের কাছে ০-১ গোলে হেরে গেছে ভারত। কাতারের কাছে হেরে ভারতের চোখ এখন বাংলাদেশ ম্যাচে। তারা বাংলাদেশের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট পেতে চায়। কারণ বিশ্বকাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে যাওয়া তাদের কাছে যথেষ্ট কঠিন হয়ে উঠেছে।

আজ ৭ জুন বাছাইপর্বের অপর ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ম্যাচ নিয়ে ভারতীয় ফুটবল দলের মিডফিল্ডার ফার্নান্ডেজ বলেন, ‘আজকের ম্যাচে (বাংলাদেশের বিপক্ষে) আমরা আরও ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে চাই। দলে নিজেদের ভূমিকা সম্পর্কে আমরা সবাই জানি। ম্যাচটা আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। ‘

ভারতের বিপক্ষে বাছাইপর্বের প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল জামাল ভূঁইয়ার দল। কলকাতার সল্টলেকের ওই ম্যাচটি হয়েছিল চরম উত্তেজনাকর। মাঠে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই ছিল বেশ উপভোগ্য। শক্তিমত্তার পার্থক্য যতোই থাকুক, বাংলাদেশ দল যে বেশ বিপজ্জনক তা মেনে নিচ্ছেন ভারতীয় ফুটবলাররা।

বাংলাদেশ দলের ফুটবল সামর্থ্য নিয়ে ভারতীয় ডিফেন্ডার শুভাশিস বোস বলেন, ‘বাংলাদেশ ফুটবল দলের শক্তি এবং দূর্বলতা সম্পর্কে আমরা জানি। তারা এমন একটা দল, যারা প্রতি আক্রমণে খেলতে ভালোবাসে। সেটাই সবচেয়ে বিপজ্জনক। দুই দলের ম্যাচ সবসময়ই উত্তেজনাপূর্ণ হয়। বাংলাদেশ দলের প্রতি আমাদের শ্রদ্ধা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ