• বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ খাগড়াছড়িতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মানিকছড়িতে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধন নবাগত ইউএনও আফরিন জাহানকে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার শুভেচ্ছা ও অভিনন্দন রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত এবার কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন : চালু রয়েছে সব কয়টি ইউনিট লামায় বড় ভাইয়ের শশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুন কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়ি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন দায়িত্বে মাবুদ, আনোয়ার ও মহিউদ্দিন মাটিরাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন পটিয়ায় হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দের পদত্যাগের দাবিতে লিপলেট বিতরণ ও প্রতিবাদ সভা

আন্তঃজেলা সীমানা নিয়ে এক ইউপি মেম্বারের ব্যবসা

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান (বান্দরবান) / ৫১৫ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, (বান্দরবান)

বান্দরবানের লামা উপজেলা ও কক্সবাজারের চকরিয়া উপজেলার আন্ত:জেলা সীমানা নিয়ে এক ইউপি মেম্বারের ব্যবসার অভিযোগ উঠেছে। অমীমাংসিত সীমানাকে পুঁজি করে চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়নের মেম্বার মোঃ মিজান ব্যবসা শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা যায়, সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাদের ম্যানেজ করার নামে এই মেম্বার মোটাংকের টাকা হাতাচ্ছে। স্থানীয় কিছু মানুষকে ভূমির মালিক বানিয়ে দেয়ার নাম করে এই অপকর্ম করছে।

সরজমিনে জানা গেছে, ১৯৮৭ সালে পার্বত্য লামার বাসিন্দা সংক্ষুব্ধ বাছা মিয়া লামা কোর্টে একটি সিআর মামলা করেছিলেন, নং-৩/৮৭। ওই মামলায় তৎকালীন কাকারা ইউনিয়নের বর্তমানে বমুবিলছড়ির বাসিন্দা ১৩ জনকে বিবাদী করা হয়েছিল। এরা হলো, মনিরুজ্জামান, ছিদ্দিক আহামদ, আবদুল কুদ্দুছ, নুর আহামদ, ছাবের আহামদ, মঞ্জুরুল কাদের, মোহাম্মাদ মিয়া, আবদুল ছালাম, মোজাহের মিয়া, মোক্তার আহামদ, মাজাহের আহামদ, আবদুল লতিফ ও রশিদ আহামদ।

এর পর গজালিয়া ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় বাছা মিয়ার মালিকানা ও দখলীয় ভূমি নিয়ে সমস্যা করবেনা মর্মে বিবাদীগং আপোষ করেন। এর কিছুদিন পর আবদুল লতিফ উক্ত জমি নিয়ে পুনরায় বিরোধের চেষ্টা করলে, ১৯৯১ সালে লামা সাব জোনের পরামর্শে গজালিয়া ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতা ও বান্দরবান স্থানীয় সরকার পরিষদ সদস্য উথোয়াই অং মার্মার উপস্থিতিতে আরেকটি অস্থায়ী এগ্রিমেন্ট হয়।

২৫/৬/১৯৯১ তারিখে করা ওই এগ্রিমেন্টে বিরোধ মিমাংসার জন্য বাছা মিয়ার নামীয় ও দখলী জমির কিছু অংশ অপর পক্ষকে বন্টন করে দেয়া হয়। শর্ত ছিল, পরস্পর বিরোধ নিষ্পত্তিকল্পে সকল অভিযোগ প্রত্যাহার করে নিবেন। পরে উচ্চ আদালতের চুড়ান্ত আদেশ যেটা হবে, সেটা সবাই মেনে নিবেন।

এদিকে বমুবিলছড়ি ইউপি সদস্য মিজান মেম্বারগং দীর্ঘকাল পরে এসে এই বিষয়টি নিয়ে জোর প্রয়োগ করে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটাতে চাচ্ছে। মিজান মেম্বার জানায়, আন্তঃজেলা সীমানায় স্থাপনের জন্য সম্প্রতি সে ৫০টি পাকা পিলার তৈরি করেছে। এ বিষয়ে জিজ্ঞাসা করলে মিজান মেম্বার আরো জানান, ২৯ জুলাই/২৩ তারিখে লামা ও চকরিয়া উপজেলার এসিল্যান্ডগন সরেজমিন এসে তাকে এই নির্দেশ দিয়ে গেছেন।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলাপকালে তিঁনি জানান, ‘এডিসি স্যারের নির্দেশনায় লামার এসিল্যান্ড সরেজমিনে গিয়েছিল। কিন্তু কাউকে পিলার দেয়ার জন্য বলা হয়নি’। এ সময় উপস্থিত লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম জানিয়েছেন, ‘চকরিয়ার এসিল্যান্ডসহ আমরা সরেজমিন গিয়েছি, তবে পিলার বা সীমানা নির্ধারণ করা হয় নাই। সেখানকার দু’পক্ষের লোকজন মিলে একটি রেখা তৈরি করতে বলা হয়’।

এর আগে গত ২০২২ সালের জুলাই মাসে বমুবিলছড়ি ইউপি সদস্য মিজান, সমতল জেলা কক্সবাজার চকরিয়ার অজ্ঞাতনামা ৪০/৫০ জন বহিরাগত লাঠিয়াল বাহিনী নিয়ে বিগত ৯ জুলাই /২২ তারিখে পার্বত্যাংশের সম্পত্তি দখলের চেষ্টা চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ