গাজী হানিফ, সোনাগাজী (ফেনী)
খেলাঘর সোনাগাজী উপজেলা কমিটির আয়োজনে সোনাগাজীর আকর্ষণীয় মুহুরী প্রজেক্ট পর্যটন কেন্দ্রে শনিবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী পিকনিক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খেলাঘর সোনাগাজী উপজেলা শাখার সভাপতি আবুল বাশার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তৌহিদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন খেলাঘর ফেনী জেলা কমিটির সভাপতি এড. জাহাঙ্গীর আলম নান্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ মনির আহমেদ।
বক্তব্য রাখেন খেলাঘর জেলা কমিটির সহ সম্পাদক বিদ্যুৎ মহাজন, সোনাগাজী উপজেলা কমিটির সহসভাপতি সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ, জেলা কমিটির সদস্য পলাশ বাবু, বাংলার দর্পণ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সাংবাদিক ছালাহ্ উদ্দিন, মুহুরী খেলাঘর আসরের সভাপতি কবি মহিউদ্দিন খোকন, বেলাভূমি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক হাসান ইমাম, সোনাগাজী উপজেলা কমিটির সদস্য কমরেড আবু তাহের, আবদুর রহিম রুবেল, বকুলতলা খেলাঘর আসরের সহ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু বলেন খেলাঘরের মাধ্যমে শিশুদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে হবে। আমরা সত্য কথা বলবো এবং শিশুদের সত্য কথা বলতে শেখাবো, শিল্প সাহিত্য ও সংস্কৃতির সাথে শিশুদের সম্পৃক্ত করতে হবে, মাদক ইভটিজিং ও বাজে আড্ডা এবং জঙ্গিবাদী মানসিকতা তৈরি থেকে শিশুদের বিরত রাখতে হবে, শিশু অধিকার রক্ষা ও শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের কাজ করতে হবে।