মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, (বান্দরবান)
বান্দরবানের রোয়াংছড়ির তৈছা খাল পার হওয়ার সময় পাহাড়ি ঢলে মা ও মেয়ে ভেসে যান। এরপর স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে মেয়ের লাশ উদ্ধার করতে পারলেও নিখোঁজ ছিলেন মা। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথ চেষ্টায় ১২টার দিকে তার লাশ উদ্ধার করে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে রোয়াংছড়ির নোয়াপতং ইউনিয়নের তৈছা খাল পারাপারের সময় এ ঘটনা ঘটে। মা মাহ্লা খেয়াং (৪২) এবং তার মেয়ে মানু খেয়াং (১৬) রোয়াংছড়ির নোয়াপতং ইউনিয়নের ক্রংলাই পাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোয়াংছড়ি উপজেলার দুর্গম নোয়াপতং ইউনিয়নের ক্রংলাং পাড়ার বাসিন্দা মাহ্লা খেয়াং ও তার মেয়ে মানু খেয়াং জুমের কাজ শেষ করে বিকাল ৪টার দিকে বাড়ি ফেরার পথে তৈছাখাল পারাপারের সময় পাহাড়ি ঢলে ভেসে যান। খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি করে মেয়ের লাশ উদ্ধার করতে পারলেও মাকে খুঁজে না পেয়ে সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানায় তারা। পরে সকাল থেকে যৌথচেষ্টায় লাশটি উদ্ধার করা হয়।