বান্দরবান জেলার আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঠান্ডা ঝিরি এলাকায় সিমান্তে চোরাচালান রোধে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি এবং আলীকদম থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ১১,০০০ (এগারো হাজার) প্যাকেট বিদেশী অরিস সিগারেট জব্দ করা হয়েছে।
(২৯ আগস্ট) মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃকর্ণেল আকিব জাভেদ, পিএসসি এর নির্দেশনায় নায়েব সুবেদার মোঃ ওয়ালিদ হোসেনের নেতৃত্বে ১৮ জন বিজিবি সদস্য এবং ৩জন পুলিশ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ টহল দল ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ৭কিঃ মিঃ দূরে আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ঠান্ডা ঝিরি নামক স্থানে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে বিজিবি’র টহল দল মালিকবিহীন অবস্থায় ১১,০০০ প্যাকেট বিদেশী অরিস সিগারেট আটক করতে সক্ষম হয়। আটককৃত সিগারেট এর আনুমানিক বাজার মূল্য ৩৩,০০,০০০/- (তেত্রিশ লক্ষ) টাকা বলে ধারণা করছে বিজিবি। জব্দকৃত সিগারেট ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানান আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল আকিব জাভেদ পিএসসি।