রাজধানীর গুলশান ১ নম্বরে সিএনজির ধাক্কায় আবু হানিফ রানা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি সুবাস্তু ডেভলপার কোম্পানির গাড়ি চালক ছিলেন বলে জানা গেছে।ঘটনার পর পালিয়ে যায় সিএনজি চালক।
হানিফ বাগের হাট জেলার রামপাল থানার
কুমাইর গ্রামের শেখ হাসানের ছেলে। বর্তমানে তিনি গুলশান এলাকায় ভাড়া থাকতেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক বেলা
৩ টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী আলমগীর বলেন, আমিও রানা একটি ডেভলপার কোম্পানিতে চাকরি করি। রানা গাড়ি চালাচ্ছিল এবং আমি পাশের সিটে বসা ছিলাম। হঠাৎ গুলশান সিগন্যাল পার হলে উল্টা পথে এসে একটি সিএনজি আমাদের প্রাইভেটকারকে ধাক্কা দেয় এতে রানার ডান হাত কেটে যায়।পরে রানা গাড়ি থেকে নেমে ওই সিএনজি চালক কে থামাতে বললে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়।একপর্যায়ে সিএনজি চালক পালিয়ে যেতে গেলে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। এরপর আহত অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোরা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই )মাসুদ মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি গুলশান থানাকে জানিয়েছি।