বান্দরবানের লামা-সুয়ালক সড়কের সরই ইউনিয়নে কেয়াজুপাড়ায় পয়েন্টে এলজিইডি কর্তৃক সৃজিত সড়ক বনায়নের বৃক্ষ উজাড় করা হচ্ছে। সোমবার সকাল থেকে সরই ইউপি চেয়ারম্যান ইদ্রিছ কোম্পানীর নাম ভাঙ্গিয়ে সড়কের পাশের গাছগুলো কাটা হচ্ছে বলে স্থানীয়রা জানান।
সড়কের পার্শ্বস্থ গাছ কাটার কাউকে অনুমতি বা কার্যাদেশ দেয়া হয়েছে কি না, জানতে চাইলে লামা এলজিইডি সূত্র জানায়, গাছ কাটার জন্য কাউকে অনুমতি দেয়া হয় নাই। তবে সড়কের পাশে মাটি ধ্বসে যদি কোনো গাছ পড়ে গিয়ে যাতায়াত বিঘ্ন হয়, সে গাছটি দ্রুত সরানোর জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যানকে বলা হয়েছে। এছাড়া মরা শুকনো গাছ যেগুলো পড়ে যোগাযোগ বিঘ্ন হতে পারে সেগুলো কেটে রাখার কথা বলা হয়েছে।
মুঠোফোনে জানতে চাইলে চেয়ারম্যান ইদ্রিছ কোম্পানী সাংবাদিককে জানান, শুকনো ও পুকুরে পড়ে যাওয়া গাছ কাটা হচ্ছে। তবে সেটা লামা এলজিইডি’র জ্ঞাতসারে। এদিকে গাছ কাটার বিষয়ে স্থানীয় সংক্ষুব্ধরা জানায়, সরকারি কোনো স্থাপনার গাছ কাটার বিষয়ে কিছু বিধিবিধান মানতে হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে আনার দাবি জানিয়েছেন সেকানকার বাসিন্দারা।