রাজধানীর নিউ মার্কেট থানাধীন নীলক্ষেত মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে ৭ জন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।অসুস্থরা হলেন,
১) সোনিয়া আক্তার (২৩) (হঠাৎ অসুস্থ) বদরুন্নেসা কলেজের অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী। বর্তমানে ৮০২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন।
২) তৌকিবুর হাসান বাপ্পি (২৪) (হেক্সিসোল খেয়েছে) কবি নজরুল কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
৩) শাহরিয়ার মাহমুদ অপু (২৫) (হেক্সিসল খেয়েছেন) ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বছর ছাত্র।
৪) সাদেক বাপ্পি (২৩) (হঠাৎ অসুস্থ) কবি নজরুলের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র
৫) মাহবুব প্লাবন (২২) ( হঠাৎ অসুস্থ) তিতুমীরের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
৬) রাজিব ইসলাম (২৩) (হঠাৎ অসুস্থ) বাংলা কলেজের একাউন্টিং বিভাগের চতুর্থ ছাত্র।
৭) ইয়াসিন আলী সাগর (২৫) (হঠাৎ অসুস্থ) ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
রবিবার(২৭ আগস্ট)দুপুর দুইটার টার দিকে
ঘটনাস্থলে তারা অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে তাদেরকে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান,নীলক্ষেত মোড় এলাকা থেকে অসুস্থ হয়ে ৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তাদেরকে চিকিৎসা দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।