• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ  গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে- ইউএনও মনজুর আলম মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার বাঙ্গালহালিয়াতে রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে অন্নকুট উৎসব সম্পন্ন রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কাপ্তাইয়ে ইউএনও এর বিদায় সংবর্ধনা নেত্রকোনায় জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিনে হিমু উৎসব জনগণের মন জয় করাই বিএনপি’র রাজনীতির লক্ষ্য মানিকছড়িতে ‘সম্প্রীতির বিশাল সমাবেশে’ ওয়াদুদ ভূঁইয়া গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান খাগড়াছড়িতে মাদকের ভয়াবহতা সম্পর্কে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

লামায় বন্যায় ৩৫ কোটি টাকার ফসলের ক্ষতি

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান (বান্দরবান) / ১৫৯ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

এবারের বন্যায় বান্দরবানের লামা উপজেলায় ৪৪১২ হেক্টর জমির ফসল বিনষ্ট হওয়ায় কৃষিতে ৩৫ কোটি ৪৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে ২ হাজার ৪৫০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বৃহস্পতিবার লামা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ তথ্য পাওয়া গেছে। তবে এই হিসাব শুধু সমতলের জমির। পাহাড়ের ঢালুতে চাষাবাদ হওয়া ফসলের ক্ষয়ক্ষতি নিরুপণ করতে মাঠে কাজ করছে কৃষি বিভাগ।

অতিবৃষ্টির ফলে গত ৬ আগস্ট থেকে ৯ আগস্ট পাহাড়ি জনপদ লামার বিভিন্ন নদী-খাল থেকে নেমে আসা পানিতে সৃষ্ট বন্যায় আমন ধান, আমন বীজতলা, আউশ, সবজি, কলা, পেঁপে, শাক-সবজিসহ ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন ফসলের ক্ষেত। ভয়াবহ বন্যার কারণে এই মৌসুমে ৬৪২৫ মেট্রিক টন আমন ধান ও ৩০৪৬ মেট্রিক টন আউশ ধান উৎপাদনে ক্ষতি হয়।

লামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সমতল জমিতে ৪ হাজার ৪১২ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছিল। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে যায় ৪৪১২ হেক্টর ফসলি জমি। ৪ দিনব্যাপী বন্যায় ৩ হাজার ৬১৭ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ও ১ হাজার ৬৬৭ হেক্টর জমির ফসল আংশিক ক্ষতি হয়েছে। এতে উৎপাদনে ক্ষতি হয়েছে মোট ৯ হাজার ৪৭১ মেট্রিকটন ফসলের। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমন ধান, কলা, পেঁপে ও সবজি ক্ষেতের।

অপরদিকে ৩৫০ হেক্টর জমিতে চাষ করা কলা বাগানের মধ্যে ক্ষতি হয়েছে ২৮০ হেক্টর জমির কলা। ক্ষতি হয়েছে ৯১০ হেক্টর জমির পেঁপে ক্ষেত। লামায় আবাদ করা বিভিন্ন ফসলের মধ্যে রয়েছে আমন, আউশ ধান, শাক-সবজি, পেঁপে, কলা, ভুট্টা, মরিচ, আদা, হলুদ, পেঁয়াজ, আখ ও সরিষা।

লামা রূপসীপাড়া ইউনিয়নের ইব্রাহিম লিডার পাড়া গ্রামের কৃষক মোঃ ইসহাক মিয়া (৪১) জানান, ‘তিনি এ বছর ৬ বিঘা জমিতে আউশ ধান, ১০ বিঘা জমিতে আমন ও সবজি রোপণ করেছিলেন। টানা বৃষ্টিপাত ও চারদিনের বন্যায় তার সব জমি পানিতে ডুবে যায়। সব ফসল পচে নষ্ট হয়ে যায়।’

লামা পৌরসভার কলিঙ্গাবিল গ্রামের কৃষক আব্দুল মজিদ ও মোঃ ফারুক জানেন না কিভাবে এ ক্ষতি তারা কাটিয়ে উঠবেন। তারা বলেন, ‘আমরা গৃহস্থ। এ জন্য সরকারি বা বেসরকারি কোন সাহায্যও পাই না। এছাড়া জমিতে বালু ও মোটা স্তরে পলি পড়ে যাওয়ায় আগামীতে চাষাবাদ করাও কঠিন হয়ে পড়বে।’

লামা সদর ইউনিয়নের মেরাখোলা গ্রামের কৃষক ক্যাচিনু মার্মা বলেন, ‘তিনি দেড় বিঘা জমিতে আউশ ধান রোপণ করেছিলেন। কিন্তু বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সব ধানের গাছ পঁচে গেছে।’

রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন, ‘বন্যার কারণে ইউনিয়নের প্রায় ৫শত একর জমির ধান, ৩শত একর জমির কলা, ৫০ একর জমির পেঁপে এবং ৪শত একর জমির সবজি ক্ষেত নষ্ট হয়েছে। বন্যায় ফসলের যে ক্ষতি হয়েছে, তা অকল্পনীয়।’

লামা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার বর্মন বলেন, ‘আমরা সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরুপণ করে সরকারকে অবগত করেছি। যা আগামী দিনে একটি পুনর্বাসন ও প্রণোদনার আওতায় এ ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তর্ভুক্ত করা হবে। এবছরে আমরা বোরো মৌসুমে ৩ হাজার ৬শত, আউশ মৌসুমে ২ হাজার ৪শত ও চলতি আমন মৌসুমে ৮শত কৃষককে প্রণোদনা দিয়েছি। এছাড়া ১২০ জন কৃষককে ভুট্টা ও সরিষা চাষে প্রণোদনা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ইতিমধ্যে বান্দরবান জেলা পরিষদ হতে দেড় টন বীজধান বরাদ্দ পেয়েছি। যা বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫০ জন কৃষকের মাঝে বিতরণ করা হবে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তর্ভুক্ত করে তাদের ক্ষতি কিছুটা পুষিয়ে আনার চেষ্টা করা হবে। কৃষকেরা যেন স্বল্পমূল্যে কৃষি ঋণ পেতে পারেন তার উদ্যোগও নেওয়া হবে বলে জানান তিনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ