রাজধানীর শ্যামপুর থানার জুরাইন মাজার গেট এলাকায় পনির চন্দ্র বিশ্বাস(২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার(১০ আগষ্ট) দুপুর পৌনে তিনটায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত পনির চন্দ্র বিশ্বাসের বাবা প্রদীপ চন্দ্র বিশ্বাস বলেন, আমি গার্মেন্টসে কাজ করি এবং ওর মা একটি ফার্মাসিটিক্যাল কোম্পানিতে চাকরি করে। আমার ছেলে পনির চন্দ্র একটি ওয়ার্কশপে কাজ করে। প্রতিদিনের মতো সকালে আমরা আমাদের কাজে চলে যাই। সে আজকে কাজে যায়নি বাসায় ছিল। পরে দুপুর সোয়া একটার দিকে আমরা খবর পাই তোমার ছেলের গলায় ফাঁস দিয়েছে। আমরা তাড়াতাড়ি খবর পেয়ে আমিও আমার স্ত্রী দুজনে বাসায় এসে দেখি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তারা বাসা থেকে বেরিয়েছে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা জানতে পারি সে ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে পরে প্রতিবেশীরা দেখতে পেয়ে আমাদের খবর দেয়।
তিনি আরো বলেন, আমরা বর্তমানে শ্যামপুরে জুরাইন মাজার গেট এলাকায় একটি টিনশেড বাসায় ভাড়া থাকি। আমাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সদর থানার যুগুনি ঘাট এলাকায়। আমার দুই ছেলের মধ্যে সে ছিল সবার বড়। তবে কি কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়টি আমরা বলতে পারি না । আমাদের সাথে তার কোন মনোমালিন্য বা ঝগড়া কিছুই হয়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শ্যামপুর থানাকে জানিয়েছি।