নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে দুই যুবক গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন মোঃ ফেরদৌস (২৯) এবং মোঃ ডালিম হোসেন(২৮)।
শুক্রবার (৪আগষ্ট) সন্ধ্যা সাতটার দিকে পাকুন্দা বাজারে এই ঘটনাটি ঘটে।
আহত ডালিম জানান, আমি সিলেট রোডে লিমন পরিবহনের বাসের সুপারভাইজার। আমরা সন্ধ্যার পর কয়েক বন্ধু সোনারগাঁও থানার পাকুন্দা বাজারে বসে ছিলাম। এ সময়
শূটার রিয়াজ, ফয়সাল, সজীব ,দীপু সহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী আমাদেরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে। এতে আমার পিঠে ও বাম হাতের কব্জিতে গুলি লাগে এবং আমার বন্ধু ফেরদৌসের বাম পায়ের উরুতে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় আমরা দৌড়ে অন্যত্র চলে যাই। পরে আমার এলাকার কয়েকজন ছোট ভাই আমাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
তিনি আরও জানান,নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকার মনজুরুল হোসেন ছেলে সে। অপরদিকে তার বন্ধু ফেরদৌস এর পিতার নাম মৃত জাহাঙ্গীর হোসেন ।তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মাসুদাবাদ দক্ষিণপাড়া এলাকায় থাকে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জ থেকে গুলিবিদ্ধ হয়ে ২ যুবক আমাদের এখানে এলে তাদেরকে দ্রুত জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয়। উক্ত বিষয়টি সংশ্লিষ্ট থানাকে আমরা জানিয়েছি।