রাজধানীর কামরাঙ্গীরচরের নয়াগাওয়ে ওয়াইফাই লাইনের কাজ করার সময় বিদ্যুৎ স্পর্শে মোঃ সজীব (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২ আগষ্ট) রাত ৯ টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পি আর নেটওয়ার্কের মালিক পারভেজ জানান,সজীব আমার প্রতিষ্ঠানের ইন্টারনেট এর লাইন ম্যান হিসেবে কাজ করতো।আজ রাতের দিকে ঘটনাস্থলে ইন্টারনেটের তার চেক করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পর্শে অচেতন হয়ে পড়ে।দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মানিকগঞ্জের ঠাকুরিয়া থানার বরশূড়া গ্রামের আবুল কালাম এর ছেলে সে। বর্তমানে সে কামরাঙ্গীরচরে ঝাউলাটি চৌরাস্তায় ভাড়া থাকতো।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ( পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহটি জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।