• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বই ও শিক্ষা উপকরণ উপহার প্রদান চাঁদার টাকা না দিলে হামলা বেপরোয়া হয়ে উঠেছে -সন্ত্রাসী রকি গ্রুপ ১ যুগ পর মহালছড়ি গণতান্তিক উপায়ে বাজার ব্যবসায়ী কমিটি গঠন ওলামা বাজার মাদ্রাসার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কাপ্তাই সেনা জোনের প্রীতি ভোজ  পরিষদ ভবণ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানিকছড়িতে সচেতন নাগরিক ফোরামের মানববন্ধন মাটিরাঙ্গায় প্রা‌ন্তিক কৃষক‌দে‌র মাঝে বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ২ দিনব্যাপী  দক্ষতা উন্নয়নের উপর কর্মশালা শুরু রাঙ্গামাটিতে ঘুষ-তদবির ছাড়া মেধার ভিত্তিতে ১৭ জন পেলেন পুলিশের চাকরি দাগনভূঞা সরকারি হাসপাতালে আস্থা ফিরেছে রোগীদের – ক্রমান্বয়ে বাড়ছে রোগী, কনসালটেন্ট ও জনবল সংকটে চরমে ইসলামি ফাউন্ডেশন উদ্যোগে মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও ভাতা প্রদান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিদর্শনের এ.এস.এম এমদাদুল কবীর

ভারতে মসজিদে আগুন, ইমামকে গুলি করে হত্যা

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ১৯৯ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

ভারতের হরিয়ানা রাজ্যের নুহ জেলায় হিন্দুদের দুই পক্ষের সহিংসতার কয়েক ঘণ্টা পর পাশের গুরুগ্রামে এক মসজিদে অগ্নিসংযোগ ও গুলি চালানো হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সকালের এ ঘটনায় মসজিদটির সহকারী ইমাম নিহত হয়েছেন।

কাতারভিত্তিক গণামাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, নিহত ১৯ বছর বয়সী ইমামের নাম সাদ বলে নিশ্চিত করেছে পুলিশ। তিনি গুরুগ্রামের ৫৭ নম্বর সেক্টরে অবস্থিত আঞ্জুমান জামা মসজিদের ইমাম ছিলেন। এ ঘটনার সময় সেখানে উপস্থিত তিনজনের মধ্যে একজন আহত হয়েছেন এবং দুজন অক্ষত রয়েছেন।

হরিয়ানা রাজ্যের উত্তরাংশের প্রতিবেশী নুহ জেলায় সহিংসতার একদিন পরে মঙ্গলবার ভোরে মসজিদটি আক্রমণের শিকার হয়।

পুলিশের ডেপুটি কমিশনার নীতীশ আগরওয়াল সাংবাদিকদের বলেছেন, ৫০ থেকে ৬০ জন দুর্বৃত্তের একটি দল মঙ্গলবার ভোররাতে আঞ্জুমান জামা মসজিদে গুলি ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় একজন নিহত ও অন্যজন আহত হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি।

গুরুগ্রামে সোমবার (৩১ জুলাই) দিনভর উত্তেজনা চলছিল। হিন্দু জনতা রাস্তায় মহড়া দেয়, ছোট ছোট খাবারের দোকানসহ বিভিন্ন দোকানে এবং ভাংচুর করে ও আগুন দেয়- যার বেশিরভাগই ছিল মুসলমানদের।

এদিকে, ভারতের বাংলা গণমাধ্যম এই সময় জানিয়েছে, ঘটনার সূত্রপাত গুরুগ্রাম সংলগ্ন নুহতে বিশ্ব হিন্দু পরিষদের ব্রিজ মণ্ডল জলাভিষেক যাত্রাকে কেন্দ্র করে। বজরং দলের এক সদস্য মনু মানেসর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি উস্কানিমূলক পোস্ট করেন। যা ঘিরে বিতর্ক দানা বাঁধে। এই ব্যক্তি স্বঘোষিত গোরক্ষক এবং তাঁর বিরুদ্ধে খুনেরও অভিযোগ রয়েছে। মিছিলে তাঁর থাকার কথা শুনে এবং কিছু সাগরেদের উপস্থিতি দেখে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে।

গুরুগ্রাম-আলোয়াড় জাতীয় সড়ক মিছিল আটকানোর অভিযোগ ওঠে। সেই থেকেই অশান্তি শুরু হয়। গাড়ি-বাসে আগুন লাগিয়ে দেওয়া, দোকানপাট জ্বালানো এবং নির্বিচারে গুলি ছোড়া হয় বলে অভিযোগ।

দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে সেখানে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একের পর এক বাস-গাড়ি-বাইকে। জ্বালিয়ে দেওয়া হয়েছে দোকান। গুরুগ্রামে ইমামের মৃত্যু নিয়ে নিহতের সংখ্যা চারে দাঁড়াল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ