রাজধানীর মতিঝিলের আরামবাগের বাসা থেকে তন্নী আক্তার সুমাইয়া ((১৮)নামে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে স্বজনরা।পরিবারের দাবি সে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১আগষ্ট) সকাল ৯ টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তন্নিকে হাসপাতালে নিয়ে আসা মামা সোহেল জানান, আমার ভাগ্নি বিভিন্ন দেশে গিয়ে বারে ডান্স করত। আজ সকালে তার মায়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ ডাকাডাকি করলেও দরজা না খুললে পরে দরজা ভেঙে দেখে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক সকাল পৌনে ১১ টায় তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, তারা বর্তমানে মতিঝিলের আরামবাগের ৩৮/১ চতুর্থ তলায় মোমেনা খাতুনের বাসার ভাড়াটিয়া ছিলেন। তাদের বাড়ি রাজবাড়ী জেলার খানখানাপুর এলাকায়। সে মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহত তরুনীর বিষয়ে আমরা মতিঝিল থানাকে অবগত করেছি।