• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
একুশে স্মৃতি পদক -২০২৫ পেলেন কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি জনাব লোকমান আহমেদ  রাঙামাটিতে মডেল মসজিদ নির্মাণ কাজের গুণগতমান নিশ্চিত ও তদারকি বাড়ানোর নির্দেশ ২৪এর গণঅভ্যুত্থানে আহতেদের চিকিৎসা করবে সরকার –জেলা প্রশাসক আ.লীগের সন্ত্রাস নৈরাজ্য ও দেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আল হেরা বিদ্যা নিকেতন নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা অনগ্রসর জনপদে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হতে হবে দৌলতদিয়া যৌনপল্লী থেকে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালামকে প্রার্থী ঘোষণা পাহাড়ের বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের মহালছড়িতে ক্যারাম বোড প্রতিযোগিতা ২০২৫ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বান্দরবানে ছাত্রশিবির এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, রুমায় সাচিংপ্রু জেরী ও জাবেদ রেজা’কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১ কর্মী আটক

শোকাবহ আগস্ট শুরু

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ২৫৫ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

বাঙালির সবচেয়ে শোকের মাস আগস্ট। এ মাসেই সপরিবারে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের শিকার হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২০০৪ সালের ২১ আগস্ট, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চালানো হয় গ্রেনেড হামলা। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও, নিহত হন আইভী রহমানসহ ২৪ নেতা-কর্মী।

বিশ্লেষকেরা বলছেন, অগণতান্ত্রিক, স্বাধীনতাবিরোধীদের রুখতে আগস্ট এখন শুধু শোক নয়, শক্তি-শপথে বলীয়ান হওয়ার মাস।

বিশাল হৃদয়ের বঙ্গবন্ধু বিশ্বাসই করতেন না কোনো বাঙালি তাঁকে হত্যা করতে পারে। তাই, সতর্ক বার্তা পেলেও সুরক্ষিত বঙ্গভবনে না থেকে ছিলেন ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে। এ বাড়িতেই ৭৫-এর ১৫ আগস্ট কালোরাতে, স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে একদল বিপথগামী সেনা সদস্য হত্যা করে বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

হত্যা করা হয় বঙ্গবন্ধুর সহধর্মিনী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, একমাত্র ভাই শেখ আবু নাসের, বড় ছেলে শেখ কামাল, মেঝ ছেলে শেখ জামালকে। এমনকি বঙ্গবন্ধুর ছোট ছেলে শিশু শেখ রাসেলকে হত্যা করতেও হাত কাঁপেনি ঘাতকদের। খুনিদের হাত থেকে রেহাই পাননি সদ্য বিবাহিতা সুলতানা কামাল ও রোজী জামালও।

এই হত্যাকাণ্ড নিয়ে ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেন, তৎকালীন সেনাবাহিনীর ঊর্ধ্বতন দু-একজন অফিসার ছাড়া প্রায় সবাই জানতেন, এ রকম একটি ঘটনা ঘটতে যাচ্ছে। এই হত্যাকাণ্ডটা অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের মিলে হয়েছে। তারা একটি আদর্শকে সম্পূর্ণ উৎখাত করতে চায়।

অধ্যাপক ড. মুনতাসীর আরও বলেন, এটার জন্য রাষ্ট্রীয়ভাবে খালেদা জিয়া, তাঁর ছেলে, তাঁর সরকার এটির সঙ্গে যুক্ত ছিল। পৃথিবীতে এ রকম ঘটনা কখনো ঘটেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, পাঁচ হাজার বছরের ইতিহাসে স্বশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে রুপান্তরিত হয়েছে। এই দেশের স্থপতি প্রতিষ্ঠাতা তাঁকে আগস্ট মাসের ১৫ তারিখে স্বপরিবারের নির্মমভাবে হত্যা করা হয়।

উপউপাচার্য বলেন, আগস্ট এক দিকে শোকের মাস, আরেক দিকে শোক থেকে সাহস সঞ্চয় করারও একটা মাস।

এই আগস্টেই চালানো হয় আরেকটি নৃশংস হত্যাকাণ্ড। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এই হামলায় নিহত হন আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী। মূল লক্ষ্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হলেও, অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ