• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের মাধ্যমে নিজকে গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ গঠনে ভুমিকা রাথতে হবে -বাবুল দাস কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত কাপ্তাই বিএসপিআই শিক্ষার্থীদের ওপর ফের হামলা, ৪ জন আহত এম কে বাঘাবাড়ী ঘি কোম্পানির উৎপাদনকারী মো: কামাল উদ্দিনের ১ বছরের কারাদণ্ড কোটা সংস্কারের দাবিতে  কাপ্তাই বিএসপিআই এ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল দিনেদুপুরে কৃষকের বাড়িতে হামলা লুটপাট রাঙামাটি সদর জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান আলীকদম সেনা জোন কর্তৃক মানবিক সহায়তা প্রদান পানছড়ি মাদ্রাসায় অব্যবস্থাপনা ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন খাগড়াছড়িতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বর্ষায় বেড়েছে পানিতে ডুবে শিশু মৃত্যু

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ১৬৮ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

সারা দেশে পুকুর, নদীসহ বিভিন্ন জলাশয়ে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে প্রতিদিনই। গত সাত মাসে ১৫ জেলাতে মারা গেছে তিনশতাধিক শিশু। শুষ্ক মৌসুমে কম হলেও বর্ষা এলে নদ-নদী, খাল-বিলে পানি বাড়ায় বাড়ে প্রাণহানির ঘটনাও। এ ধরনের ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা।

বিভিন্ন জেলায় গোসলে নেমে কিংবা খেলতে গিয়ে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা আগের তুলনায় বেড়েছে। এ জন্য পরিবার ও অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করছেন স্থানীয়রা।

গত ৫ জুলাই নোয়াখালীর ৪ উপজেলায় মারা যায় ৬ শিশু। আর ছয় মাসে অন্তত ১০০ শিশুর মৃত্যু হয়েছে পানিতে ডুবে। এই হার অন্য জেলার তুলনায় কিছুটা বেশি বলছেন গবেষকরা।

নদী-খালবেষ্টিত ঝালকাঠিতে এক বছরে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ৬ মাসে সে সংখ্যা ১৯। এ ধরনের দুর্ঘটনাকে পরিবারের উদাসীনতার কারণ বলছেন স্থানীয়রা।

নেত্রকোণায় গত ৩ মাসে মারা গেছে ৩৫ শিশু। আড়াই বছরে এ সংখ্যা ছাড়িয়েছে দুইশো। চলতি বছরে ঝিনাইদহে মারা গেছে ১৫ শিশুসহ ১৬ জন।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মনজুর মোর্শেদ বলেন, গত ৭ মাসে কুড়িগ্রামে মারা গেছে ১৭ জন। বাড়ির পাশে অরক্ষিত জলাশয়ই দুর্ঘটনার কারণ।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক আবুল কালাম আজাদ বলেন, হাওরবেষ্টিত কিশোরগঞ্জে চলতি বছরে ১৫ এবং দেড় বছরে মারা গেছে ৮৬ শিশুসহ দেড়শো জন। অভাভাবকদের নজরদারি এবং অসচেতনতায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

এছাড়া গত সাত মাসে হবিগঞ্জে, টাঙ্গাইল, সিরাজগঞ্জ এবং শেরপুরে ৪৫ জনের মৃত্যু হয়েছে। শিশুদের সাঁতার শেখানোর পাশাপাশি অভিভাবকদের সচেতনতা হবার তাগিদ দিয়েছে ফায়ার সার্ভিস।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিরুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যু এড়াতে বাবা-মাকে সচেতন হতে হবে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সাঁতার শেখার বিকল্প নেই।

বেশিরভাগ পুকুর বা বাড়ির পাশের জলাশয়ে নেই কোনও নিরাপত্তা বেষ্টনি। শিশুমৃত্যু রোধে প্রশাসনের পক্ষ থেকেও কোন সচেতনতামূলক প্রচারণা নেই বলে জানান স্থানীয়রা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সাঁতার না জানা এবং বাড়ির পাশের জলাশয় অরক্ষিত থাকার কারণে বাড়ছে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা।

পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে সচেতনতা বাড়ানোসহ কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান অভিভাবকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ