রাজধানীর কামরাঙ্গীরচর বেরি বাঁধ এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাসেল (১৮) এবং
মাসুদ রানা (১৫) নামে দুই যুবক গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন
রয়েছে।
রবিবার (৩০) সন্ধ্যা সাতটার দিকে বেরিবাঁধ মোল্লা বাড়ির মসজিদের গলির ভিতরএই ঘটনাটি ঘটে।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু সাব্বির জানান, আজ সন্ধ্যার দিকে আমরা তিন চার বন্ধু মিলে রাসেলের বান্ধবীকে কামরাঙ্গীরচরের বাসায় পৌঁছে দিয়ে হাজারীবাগে ফিরছিলাম। এমন সময় কামরাঙ্গীরচর বেরিবাঁধ মোল্লা মসজিদের গলির ভেতর ধারালো অস্ত্র দিয়ে পেডিস, প্রিন্স, তারেক, ডগি আব্দুল্লাহ, সহ ৮/১০ চিহ্নিত দুষ্কৃতিকারী এলোপাথাড়ি কোপালে
রাসেল এবং মাসুদ গুরুতর আহত হয়। রাসেলের দুই হাত পিঠ এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে জখম করে তারা। অপরদিকে মাসুদের পাজরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তা তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন দায়িত্বরত ও চিকিৎসক। বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে
তাদের চিকিৎসা চলছে।
তিনি আরও জানান, রাসেল এবং মাসুদ নিউমার্কেটের আরএফএল এর দোকানে চাকরি করলেও এখন তারা কিছুই করে না।তাদের দুজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ভলা কোট
গ্রামে। রাসেলের পিতার নাম মৃত আব্দুল্লাহ।
বর্তমানে সে হাজারীবাগের নবীপুরে ভাড়া থাকে।আর মাসুদের পিতার নাম মোঃ হাফিজুর রহমান। সে বর্তমানে কামরাঙ্গীরচর মাহাদি নগর এলাকায় ভাড়া থাকে।গুরুতর আহত মাসুদের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান কামরাঙ্গীরচর থেকে ওই দুই যুবক ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে এলে জরুরী বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিষয়টি পূর্ব শত্রুতার জেরে না অন্য কোন ঘটনায় তা জানার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।