আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি আগ্নেয়াস্ত্র মজুত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। এ সময় নির্বাচন পর্যন্ত সতর্ক থাকলে দলীয় নেতাকর্মীদের নির্দেশও দেন ওবায়দুল কাদের।
কাদের বলেন, ‘সংঘাত আমরা করবো না। আমরা মাঠে সতর্ক থাকবো। সংঘাত যারা করতে আসে তাদের প্রতিহত করবো। তারা খালি মাঠ পেলে সংঘাত করবে, এটা সবাই জানে। সেই প্রস্তুতি তারা নিচ্ছে। সীমান্তের ওপার থেকেও খবর পাচ্ছি, চাঁপাইনবাবগঞ্জে তাদের অস্ত্র সরবরাহের একটি ঘাঁটি। বিভিন্নভাবে খবর আসছে, তারা আজকে আগ্নেয়াস্ত্র এনে মজুত করছে। তারা জানে গণশক্তি কোনো শক্তি নয়, তারা মনে করে, অস্ত্রশক্তিই হলো আসল শক্তি। জনগণের উপর তাদের আস্থা নেই।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘চোখ কান খোলা রাখুন। সতর্ক থাকতে হবে নির্বাচন পর্যন্ত। বিএনপি সংঘাত চায়। মাঠে সতর্ক থাকব সংঘাত যারা করতে আসবে তাদের প্রতিহত করব। তারা খালি মাঠ পেলে সংঘাত করবে। সেই প্রস্তুতি তারা নিচ্ছে।’
বিএনপি-জামায়াতের হাতে দেশ নিরাপদ নয় জানিয়ে কাদের বলেন, ‘সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমাদের সকল সংগঠন, আমাদের দেশের সংস্কৃতিসেবী, আমাদের দেশের ক্রীড়াবীদ, আমাদের দেশের সব অঙ্গনের মুক্তিযোদ্ধা, কৃষক, শ্রমিক, সবার তথা মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে অভিযাত্রা শুরু করবো। ছাড় নয় আর। এদেশ আর ওই মুক্তিযুদ্ধ বিরোধী, পাকিস্তানের বন্ধুদের হাতে এই দেশ আমরা ছেড়ে দিতে পারি না। এদেশ আমরা আফগানিস্তানের বন্ধুদের কাছে নিরাপদ মনে করি না। এদের হাতে আমাদের গণতন্ত্র নিরাপদ নয়। এদের হাতে আমাদের মুক্তিযুদ্ধ নিরাপদ নয়। এদের হাতে বাংলাদেশের উন্নয়ন নিরাপদ নয়।’
বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি। সেই ধারাবাহিকতায় জনগণের প্রতি বিএনপির আস্থা নেই। তারা জানে নির্বাচন হলে কী ফল হবে। বিদেশিদের কিভাবে বলব, বিএনপি এমন একটা দল যে দলকে গ্যারান্টি দিতে হবে নির্বাচন হলে তাদের জয় সুনিশ্চিত। নতুবা নির্বাচনের চলমান ব্যবস্থার প্রতি আস্থাশীল হবে না।’
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস