• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়িতে ক্যারাম বোড প্রতিযোগিতা ২০২৫ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বান্দরবানে ছাত্রশিবির এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, রুমায় সাচিংপ্রু জেরী ও জাবেদ রেজা’কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১ কর্মী আটক আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

নাগরিকের তথ্যফাঁস তদন্ত প্রতিবেদন জমা, জানা যায়নি দায়ীদের নাম

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ১৫৩ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

আগারগাঁওয়ে তথ্য ফাঁস বিষয়ে পর্যালোচনা সভায় যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: ইনডিপেনডেন্ট
আগারগাঁওয়ে তথ্য ফাঁস বিষয়ে পর্যালোচনা সভায় যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: ইনডিপেনডেন্ট
জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে ২২ কোটি নাগরিকের তথ্য জমা ছিল। তবে কতজন নাগরিকের তথ্য ফাঁস হয়েছে তা জানাতে পারেনি তথ্য ফাঁসের ঘটনায় গঠিত আট সদস্যের তদন্ত কমিটি। এছাড়া প্রতিবদনে জানানো হয়নি এ ঘটনায় দায়ী কর্মকর্তাদের নাম।

সোমবার সকালে আগারগাঁওয়ে কমিটির কাছ থেকে প্রতিবেদন পেয়ে সাংবাদিকদের এ কথা জানান তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে কাউকে দায়ী করা হয়নি। এখানে কাউকে দায়ী করা বা দোষারোপ করা উদ্দেশ্য ছিল না। এ ধরনের ঘটনা যেন আর না হয়, যেন তথ্যের আদান প্রদানের সংস্কৃতি গড়ে ওঠে সে কারণেই এমন করা হয়েছে। তাদের একজন মাত্র প্রোগ্রামার। তারপক্ষে সবকিছু বুঝে নেওয়াও কঠিন ছিল। তবে পুরো প্রতিবেদন আমরা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এবং সচিব বরাবর পাঠিয়েছি।

প্রতিমন্ত্রী আরও জানান, কারিগরি দুর্বলতা ও কারিগরি জ্ঞান সম্পন্ন লোকের অভাবে তথ্য ফাঁস হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের ওয়েবসাইট থেকে। এটি হয়েছে মূলত ওয়েব অ্যাপ্লিকেশনের কারিগরি দুর্বলতার কারণে। প্রতিষ্ঠানটির ওয়েব অ্যাপ্লিকেশনগুলোতেও তদারকির অভাব পেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ কর্তৃক গঠিত তদন্ত কমিটি। আমরা সেগুলো নিয়ন্ত্রণ এবং সুরক্ষায় কাজ করছি। একইসঙ্গে আমি ব্যক্তিগতভাবেও কিছু উদ্যোগ নিয়েছি এগুলো নিয়ন্ত্রণে।

এদিকে জন্ম ও মৃত্যুনিবন্ধন ওয়েবসাইটে ২২ কোটি নাগরিকের তথ্য ছিল। তবে কতজনের তথ্য ফাঁস হয়েছে তা বের করতে পারেনি তদন্ত কমিটি। কমিটির সদস্যরা জানিয়েছেন, তা বের করা সম্ভবও নয়।

তদন্ত কমিটির প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া হবে। এছাড়াও ২৯টি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর অনেকগুলোর ঝুঁকি সমাধান করতে না পারায় তাদের সাথে আলোচনা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, জুলাইয়ের শুরুতে যুক্তরাষ্টের প্রযুক্তিভিক্তিক সংবাদ মাধ্যম টেকক্রাঞ্চ বাংলাদেশের নাগরিদের তথ্য ফাঁসের কথা জানায়। তবে সরকারের কোন ওয়েবসাইট থেকে ফাঁস হয়েছে তারা জানায়নি। এর কিছুদিন পর এক অনুষ্ঠানে তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট থেকে তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। তবে এর কারণ জানতে গঠন করা হয় তদন্ত কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ