• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়িতে ক্যারাম বোড প্রতিযোগিতা ২০২৫ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বান্দরবানে ছাত্রশিবির এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, রুমায় সাচিংপ্রু জেরী ও জাবেদ রেজা’কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১ কর্মী আটক আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন চাওয়াতে এক কর্মচারী বেদড়ক মারপিট করেছেন দোকান মালিক

শাহীন আহমেদ রাজ, সাভার / ১৯৬ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

সাভার উপজেলার আশুলিয়ায় বকেয়া বেতন সহ পাওনা টাকা চাওয়ায় আমিনুল হাওলাদার (২২) নামের এক কর্মচারীকে চুরির অপবাদ দিয়ে বেধড়ক মারপিট করে গুরতর জখম করার অভিযোগ উঠেছে এক দোকান মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার ( ২২ জুলাই) দুপুরে ভুক্তভোগী আমিনুল হাওলাদার (২২) নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় এই অভিযোগটি দায়ের করেন। এর আগে গত ১৮ই জুলাই সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বগাবাড়ী বাস স্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত দোকান মালিকের নাম মনির হোসেন। তিনি আশুলিয়ার বগাবাড়ী এলাকার আবিদ স্টীল এন্ড মেটালের প্রোপাইটার।

ভুক্তভোগী আমিনুল হাওলাদার (২২) বরিশাল জেলার উজিরপুর থানার বাহেরঘাট এলাকার জান্টু হাওলাদারের মেজো ছেলে। সে আশুলিয়ার বাইপাইল চাড়ালপাড়া এলাকার হাবিবউল্লাহর বাসায় ভাড়া থেকে বসবাস করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আমিনুল হাওলাদার আশুলিয়ার বগাবাড়ী এলাকার আবিদ স্টীল এন্ড মেটালের বেশ কয়েক মাসধরে বেতন ভুক্ত কর্মচারী হিসেবে চাকরি করে আসছেন। সেই সুবাদে তিনি দোকান মালিকের নিকট বেতনের ১১ হাজার টাকা সহ সর্বমোট ১৬ হাজার টাকা পাওনা হয়। সেই পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্ত দোকান মালিক মনির হোসেন ভুক্তভোগীর নামে মিথ্যা চুরির অপবাদ দিয়ে দোকানের মধ্যে নিয়ে দোকানে থাকা এসএস পাইপ দিয়ে হাতে, পায়ে, কোমরে আঘাত করে গুরুতর জখম করে। পরে ভুক্তভোগীর আত্মীয় স্বজন ছারিয়ে নিতে আসলে তাদেরকেও হুমকি দেওয়া হয় এবং হাতে থাকা একটি অপ্পো মোবাইল রেখে দেয়। পরে ভুক্তভোগীকে এলাকা ছেড়ে চলে যাইতে বলে। এলাকা থেকে না গেলে পূণরায় ধরে নিয়ে ওই কর্মচারীর হাত পা ভেঙ্গে দিবে মর্মে হুমকি দেয়। পরে ভুক্তভোগী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অভিযুক্ত দোকান মালিক মনির হোসেনের মুঠোফোনের নাম্বারে যোগাযোগ করা হলে তিনি বলেন, সে আমার দোকানে চুরি করেছে। তাই টাকা পরিশোধ করবে বলে মোবাইল ফোনটি জিম্মায় রেখে গেছে। সে এলাকায় থাকলে আবার আমার দোকানে চুরি করতে পারে তাই আমি তাকে এলাকা ছেড়ে দিতে বলছি।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা সাংবাদিকদের বলেন, এ ধরণের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ