• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়িতে ক্যারাম বোড প্রতিযোগিতা ২০২৫ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বান্দরবানে ছাত্রশিবির এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, রুমায় সাচিংপ্রু জেরী ও জাবেদ রেজা’কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১ কর্মী আটক আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

আমেরিকা-কানাডাসহ বিভিন্ন দূতাবাসে ইমেইল করেছি: হিরো আলম

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ১৭১ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

উপনির্বাচনে হামলা পরবর্তী ঘটনাবলী নিয়ে বিভিন্ন দূতাবাসে ইমেইল করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা- ১৭ আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ রোববার ইনডিপেনডেন্ট ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি জানান।

হিরো আলম বলেন, আমার ওপর হামলার ঘটনায় জাতিসংঘ, ইইউ ও আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশ নিন্দা জানানোয় তাদের ইমেইল করে ধন্যবাদ জানিয়েছি। তারাতো দেখছে,যে ছেলেটাকে অন্যায়ভাবে মারা হয়েছে। এছাড়া আজকে যে আপিল করেছি সে বিষয়টিও তাদের জানানো হয়েছে।

সরকার ফাঁদ এড়াতে ইমেইলের মাধ্যমে দূতাবাসদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জানিয়েছে এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, আমেরিকা দূতাবাসসহ অনেক জায়গায় ইমেইল পাঠিয়েছি। আমেরিকা দূতাবাসে ইমেইল করলে অনেকেই তা পেয়ে যায়। সরকার ফাঁদে ফেলার জন্য অনেক কিছু করছে। তাই আমি যা করছি ইমেইলের মাধ্যমে করছি। আমি সরকারের সঙ্গে বিরোধে যেতে চাই না, আমি কোনো দলের হয়ে কাজ করতে চাইনা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হিরো আলম এ ইমেইলগুলোর মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিশ্ব নেতাদের সাক্ষাৎ চেয়েছেন।

হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে সাক্ষাৎকারে আশরাফুল আলম বলেন, নির্বাচনে সহিংসতার কারণে অনেক মায়ের বুক খালি হচ্ছে । এ ধরনের ঘটনা যাতে না হয়, ভোটের পরিবেশ যাতে সুষ্ঠু হয় এমন পরিবেশ দেখতে চাই।

অভিনয়ের পাশাপাশি রাজনীতি চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে সাক্ষাৎকারে হিরো আলম বলেন, জনগণের সেবার জন্য আমি রাজনীতি করছি। আমি আগেই বলেছি মিডিয়া নিয়ে থাকতে চাই আবার রাজনীতি নিয়েও থাকতে চাই।

গত ১৭ জুলাই ভোটের সময় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যান হিরো আলম। সেখানে তার ওপর হামলার ঘটনা ঘটে। এই নির্বাচনে ১২৪ কেন্দ্রে ১১ দশমিক ৫১ শতাংশ ভোট পড়ে। ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে জয়ী হন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরো আলম পান ৫ হাজার ৬০৯ ভোট।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ