রাজধানীর হাতিরঝিল থানাধীন রামপুরা বেটার লাইফ হাসপাতালের বিপরীতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় পুলক গোমেজ (২১) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।সে মার্টিন লুথার কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
রবিবার (২৩জুলাই) রাত তিনটার দিকে পুরান ঢাকার থেকে বিরানি খেয়ে বাসায় ফেরার পথে এই দূর্ঘটনাটি ঘটে। পরে দ্রুততাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর ভগ্নিপতি রনি জানান, পুলক গতরাতে বিরানি খাওয়ার জন্য পুরান ঢাকার নাজিরা বাজারে যায়। সেখান থেকে বিরানি খেয়ে পাঠাও বাইকে চড়ে নর্দার বাসায় ফেরার পথে রামপুরা এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, গাজীপুরের কালিগঞ্জ থানার নাগরি এলাকার বিপিন গমেজ এর ছেলে সে। দুই বোন এক ভাইয়ের মাঝে সে ছিল সবার ছোট। বর্তমানে ঢাকার নর্দা সরকার বাড়ি দুই নং গেট এলাকায় ভাড়া থাকতো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস