রাজধানীর বংশালের কাজী আলাউদ্দিন রোডে বিদ্যুৎস্পর্শে মোঃ হাসান (৩০) নামে
এক যুবক নিহত হয়েছেন। তিনি প্রিন্টের কারখানার কর্মচারীর ছিলেন।
বুধবার (১৯জুলাই) ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মামা মনসুর জানান, বংশালের ৫২/কাজী আলাউদ্দিন রোড়ে একটি প্রিন্টের কারখানায় কর্মচারী হিসেবে কাজ করতো হাসান। আজ ভোররাতে কাজ করার সময় অসৎ অসতর্কভাবে কাজ করার সময় বিদ্যুৎ স্পর্শে অচেতন হয়ে পড়ে সে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকার ফারুক হাওলাদার এর ছেলে সে। বর্তমানে ওই কারখানাতেই থাকতো সে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানাকে জানানো হয়েছে।