মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
সাড়ে চার ঘণ্টা পর রেললাইন ছেড়েছেন রেলের অস্থায়ী শ্রমিকেরা। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেনের আশ্বাস ও তেজগাঁওয়ের এডিসি হাফিজ আল ফারুকের অনুরোধে রেলপথ ছাড়েন আন্দোলনরত রেলওয়ের অস্থায়ী শ্রমিকেরা। রোববার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তারা রেলপথ ছেড়ে দেন।
এর আগে ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে সকাল সাড়ে ১০টার দিকে এফডিসি রেলগেট এলাকায় রেললাইনে অবস্থান নেন শ্রমিকেরা।
চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রেললাইন অবরোধ করেন রেলের অস্থায়ী শ্রমিকেরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শ্রমিকেরা বলেন, বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের (টিএলআর) চাকরি ফেরত দেওয়া, স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল করা এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো ৪র্থ শ্রেণির কর্মচারীদের ৮ম শ্রেণি পাস বহাল রাখতে হবে।
দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
এ সময় জিএম পায়ে হেঁটে শ্রমিকদের নিয়ে রেল ভবনের উদ্দেশ্যে নিয়ে রওনা হন। ফলে ঢাকার সঙ্গে বন্ধ থাকা সারা দেশের রেল যোগাযোগ আবার স্বাভাবিক হলো।
চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারে রেললাইন অবরোধ করেছে রেলওয়ের অস্থায়ী শ্রমিকেরা। যার ফলে বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ।
‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এফডিসি রেলগেট এলাকায় রেললাইনে অবস্থান নেন শ্রমিকেরা।
শ্রমিকেরা বলেন, বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের (টিএলআর) চাকরি ফেরত দেওয়া, স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল করা এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো ৪র্থ শ্রেণির কর্মচারীদের ৮ম শ্রেণি পাস বহাল রাখতে হবে।
দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস