মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:
তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন একদিন আগে। তবে তামিমের আকস্মিক বিদায় মানতে পারছে না ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ভক্ত-সমর্থকদের কেউই। শেষ পর্যন্ত বিষয়টা গড়িয়েছে গণভবন পর্যন্ত। অবসর ইস্যু নিয়ে আলোচনা করতে তামিমকে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী নিজেই।
একদিন আগেই অবসরের ঘোষণা দেয়া তামিম ইকবালকে সঙ্গে নিয়ে শুক্রবার ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এর কিছুক্ষণের মধ্যেই জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তামিমের গণভবনে যাওয়ার কথা। গুঞ্জন আছে, তামিম-প্রধানমন্ত্রীর আলোচনায় থাকবেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও।
বৃহস্পতিবার তামিমের আকস্মিক অবসরের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রাতেই জরুরি বৈঠক ডেকে তামিমের অবসর প্রসঙ্গে আলোচনা করেছে বোর্ড। বৈঠক শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, অবসর ভেঙে দলে ফেরার জন্য তাকে অনুরোধ করবে বিসিবি। বোর্ড সভাপতির এই বক্তব্যের ২৪ ঘণ্টা না পেরোতেই গণভবনে ডাক পেলেন তামিম।
পার্বত্যকন্ঠনিউজ/রনি