বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডক্টর যশোদা জীবন দেবনাথ এর এর আত্মজীবনী মুলক গ্রন্থ আমার জীবনের কথা এর প্রকাশনা উৎসব ও ফরিদপুর প্রেসক্লাবের ফরিদপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সাথে মত বিনিময় সভা শুক্রবার রাতে ফরিদপুর অম্বিকা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপি ডক্টর যশোদা জীবন দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন নন্দালয় এর কর্ণধার বিশ্বজিৎ সাহা তনু, ফরিদপুর প্রেসক্লাবের সদস্য আমিনুর রহমান ফরিদ, অধ্যাপক মিজানুর রহমান মানিক, পান্না বালা, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তাপস দত্ত, তাপস সাহা, রুমা সাহা, ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন রনি , শেখ ফয়েজ আহমেদ, প্রমূখ। অনুষ্ঠানটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। এর সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন সমাজের জন্য ভালো কিছু করে যেতে হবে। তিনি প্রেসক্লাবের উন্নয়নে ১০ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন। একই সাথে ভবিষ্যতে তাদের কর্মপন্থা ঠিক করার জন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছেন তাতে বাংলাদেশ আগামী কয়েক বছরে উন্নয়নের চরম শিখরে অবস্থান করবে। অনুষ্ঠানে বিশ্বজিৎ সাহা তনু প্রেস কাবের উন্নতিতে আর্থিক সাহায্য ঘোষণা করেন। বক্তারা বলেন পূজা উদযাপন পরিষদ কোন রাজনৈতিক দলের সিদ্ধান্তে পরিচালিত হবে না। অনুষ্ঠানের সাংবাদিক নেতৃবৃন্দ পূজা উদযাপন পরিষদের এই কার্যক্রমকে এগিয়ে নেবার জন্য তাদের সর্বাত্মক সহায়তায় আসাস প্রদান করেন। অনুষ্ঠানে ডক্টর যশোদা জীবন দেবনাথ এর উপ বন্দনা পাঠ করেন মুক্তিযোদ্ধা পিকে সরকার।