খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কালাপানি স্কুলটিলার অবৈধ বালু পয়েন্টে চাঁদাবাজি করতে এসে গণপিটুনি শিকারে গুরুত্ব আহত হয়েছে হ্লাচিংমং মারমা(২৮) নামক এক চাঁদাবাজ। পুলিশ আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে জেলা হাসপাতালে প্রেরণ করেছে।
২ এপ্রিল রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার যোগ্যাছোলা ইউপির কালাপানি স্কুলটিলা এলাকায় জনৈক জামাল উদ্দীন পাটোয়ারীর বালুর পয়েন্টে ২জন ক্ষুদ্র নৃ গোষ্ঠী যুবক নিজেদের ইউপিডিএফ পরিচয়ে চাঁদাবাজি করতে আসে। এ সময় বালু ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে এক চাঁদাবাজ মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও হ্লাচিংমং মারমা(২৮) গণপিটুনির শিকার হয়। তাকে মারধর করে গাছের সাথে বেঁধে রাখে বালু ব্যবসায়ীরা! মানিকছড়ি থানা পুলিশ খবর পেয়ে উপ-পরিদর্শক(এসআই)নাজমুল হাসান ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে আহত অবস্থায় গাছের সাথে বেঁধে রাখা হ্লাচিংমং মারমা(২৮) পিতা- থৈইলাপ্রু মারমা, মাতা-সামাউ মারমা, সাং- বৈদ্যপাড়া, রামগড়কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ সময় চিকিৎসক ডা. মহি উদ্দীন আহত যুবকের উন্নত চিকিৎসায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজ আটক ও মারধরের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে আহত অবস্থায় যুবক হ্লাচিংমং মারমাকে উদ্ধার করে হাসপাতালে উন্নত চিকিৎসায় ভর্তি করা হয়েছে। আটক যুবকের নিকট থেকে চাঁদাবাজির একটি রশিদ বই জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
এম/এস