এমপিওভূক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের একদফা দাবীতে খাগড়াছড়ির গুইমারাতে মানববন্ধন করেছে এমপিওভূক্ত মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা। সকালে গুইমারা বাজারে পুলিশ বক্সের সামনে ঢাকা-চট্রগ্রাম সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেন তারা।
উপজেলার হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে একদফা দাবী তুলে ধরে বক্তব্য রাখেন গুইমারা ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক মোঃ ইউচুপ ও সিন্ধুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্য মারমা।
বক্তারা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে বলেন, শিক্ষকদের অবহেলিত রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই আগামী নির্বাচনের পূর্বেই তাদের চাকরি জাতীয়করণের ঘোষণা দিতে সরকারের প্রতি আহবান জানান তারা।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আ ন ম রফিকুল ইসলাম, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হ্যাপী বড়ুয়াসহ এমপিওভূক্ত সকল শিক্ষক কর্মচারীবৃন্দ।
এম/এস