মঙ্গলবার ৭ ই মার্চ সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এই ঐতিহাসিক দিবসটি পালন করা হয়। উপজেলা পরিষদের সামনে নির্মিত শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসকের আয়োজনে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.. মহেশখালী-কুতুদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
এতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্তের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় বক্তব্য রাখেন করেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এএফএম শামীম, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী, আওয়ামী লীগ নেতা ডাঃ নুরুল আমিন, সাবেক পৌর প্রশাসক এম আজিজুর রহমান বিএ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, মাস্টার লিয়াকত আলী’সহ আলোচনা সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে শেষে অতিথিগণ, বক্তৃতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।