খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনি নদীর উপর বেইলী ব্রীজ ভেঙে পড়ে সাজেক, বাঘাইছড়ি, দীঘিনালা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যানচলাচল বন্ধ রয়েছে।
৭ মার্চ (মঙ্গলবার) সকাল সাড়ে দশটার দিকে এঘটনা ঘটে। যেকারণে সাজেক ফেরৎ পর্যটকরা দুর্ভোগে পড়েছে। পাশ্ববর্তী থানা বাজার হয়ে বিকল্প ব্রীজ থাকায় ছোট আকারের যানবাহনগুলো থানা বাজার ব্রীজ দিয়ে চলাচল করছে।
জানাযায়, সকাল সাড়ে দশটার দিকে পাথর বোঝাই ট্রাক বেইলী বীজ দিয়ে পার হওয়ার সময় ব্রীজের শেষাংশে গিয়ে ট্রাকসহ ব্রীজ ধ্বসে পড়ে। এতে করে পাথর বোঝাই ট্রাকসহ ব্রীজ ধসে নদীতে পড়ে যায়। তবে এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। সংশ্লিষ্টদের ধারণা অতিরিক্ত ভারী যানচলাচলের কারণে এঘটনা ঘটে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, দ্রুততম সময়ের মধ্যে সেতুটি মেরামত করে যান চলাচলের উপযোগী করে তুলতে খাগড়াছড়ি সড়ক বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। তিনি আরও বলেন, যানচলাচলের জন্য বিকল্প মাধ্যম হিসেবে সাজেক ফেরৎ পর্যটকদের গাড়ী ও স্থানীয় ছোট যানচলাচলের জন্য থানা বাজারের ফুট ব্রীজ দিয়ে পারাপারের ব্যবস্থা করা হয়েছে।
এম/এস