ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স‘র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ডিজিটাল বাংলাদেশ এখন একটি বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠণের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়ে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে মন্তব্য করে তিনি বলেন, উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে উন্নয়ন ও শান্তির পক্ষে আওয়ামীলীগকে আবারো নির্বাচিত করতে হবে।
সোমবার (৬ মার্চ) বিকালের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত উল্যাহ‘র সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল মো. সোহেল আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল আলম, ঠিকাদার মোহাম্মদ সেলিম, আমতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গনি, বড়নাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, তাইন্দং ইউপি চেয়ারম্যান মো. পেয়ার আহমেদ মজুমদার ও গোমতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে গোমতি সেতু, শফি টিলা সেতু, বেলছড়ি ও মাটিরাঙ্গা ইউপি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল ও বেলছড়ি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনসহ বিভিন্ন উন্নয়ণ প্রকল্পের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স‘র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এম/এস