খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা অটো রিক্সা ও সিএনজি চালক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সাগ্রহে ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল ১০- বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন চলবে।
সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, অর্থ সম্পাদক, কার্যকরী সদস্য -২জনসহ ৬টি পদের বিপরীতে প্রার্থী ১৭জন। এর মধ্যে সভাপতি পদে ২জন, মো. আবু তাহের (ছাতা), মো. ইব্রাহিম (চেয়ার), সহ-সভাপতি পদে ৩জন, মো.খোরশেদ আলম (আম), মো. মামুন মিয়া (আনারস), মো.আবদুর রহিম (মোরগ)। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ৩জন, মো. আবদুল মমিন মজুমদার (দোয়াত কলম), মো. জাফর মিয়া(সিএনজি), মো. সাদ্দাম হোসেন(বই), অর্থ সম্পাদক পদে প্রার্থী ৩জন, কৃষ্ণ কান্তি নাথ (মই),মো. জামাল হোসেন(মোবাইল), মো. ইয়াকুব আলী ওরফে বদি আলম(ফুটবল), কার্যকরী সদস্য পদ ২টিতে প্রার্থী ৬জন। মো. আনোয়ার হোসেন (সেলাই মেশিন), সুমন মিয়া (কলসি), আহসান উল্লাহ ওরপে ইয়াছিন (গোলাপ ফুল), বিমল ত্রিপুরা (মাইক), মো. সফিকুল ইসলাম(মাছ), মো. মফিজুল ইসলাম জাহিদ (আপেল)। মোট ভোটার ৩৪৭জন।
সোমবার ৬মার্চ সকাল ১০ টায় মহামুনি বনশ্রী কমিউনিটি সেন্টারে সকল প্রার্থীর এজেন্ট, পোলিং, সহকারী প্রিসাইডিং, প্রিসাইডিং কর্মকর্তাদের উপস্থিতিতে ভোটের আনুষ্ঠানিকতা শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. আইউবুর রহমান। এতে ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।
প্রধান নির্বাচন ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. আইউবুর রহমান জানান, সকাল ১০- বিকেল ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহন চলবে।
এম/এস