• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা বিএনপির রাস মহাউৎসব পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার মোল্লাহাটে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক,-২ সিএনজি জব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ

পাহাড়ে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর মনোজ্ঞ কনসার্ট

নিজস্ব প্রতিবেদক: / ৭৯৬ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩

মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে এবং মহালছড়ি উপজেলার সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে মহালছড়ি সেনা জোন ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে এবং খাগড়াছড়ি রিজিয়নের তত্বাবধানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়।

৩ মার্চ (শুক্রবার) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত মহালছড়ি এপিবিএন আইডিয়াল স্কুলের মাঠে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোজ্ঞ কনসার্ট অনুষ্ঠিত হয়। এসসময় মনোজ্ঞ কনসার্ট দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী হৃদয় খান, পায়েল ত্রিপুরা, জুলিপ্রু মারমা, খাগড়াছড়ির অরণ্য ব্যান্ড এবং মহালছড়ি শিল্পকলা একাডেমির শিল্পী ও কলাকুশলীবৃন্দ অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নং সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মর্যাদাপ্রাপ্ত কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)। এছাড়াও তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসন ৯ এর সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, মহালছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল প্রমূখ। এসময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোজ্ঞ কনসার্টে আনুমানিক ১০ হাজার দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠিত কনসার্টে “শান্তি সম্প্রীতি উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন আঞ্চলিক গান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে পার্বত্য অঞ্চলের সমৃদ্ধশীল সাংস্কৃতিকে তুলে ধরা হয়। মনোমুগ্ধকর এই পরিবেশনায় মহালছড়ি এলাকাবাসী অত্যন্ত আনন্দিত ও বিমুগ্ধ। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে দর্শকবৃন্দ ছুটে আসেন সম্প্রীতির এই মনোজ্ঞ কনসার্ট উপভোগ করার জন্য।

মনোজ্ঞ কনসার্টে উপস্থিত অনেকেই জানায়, প্রথমবারের মত এত বড় একটি সংস্কৃতিক অনুষ্ঠান মহালছড়ি উপজেলায় উপভোগ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত এবং মহালছড়ি সেনা জোন, উপজেলা পরিষদ ও খাগড়াছড়ি রিজিয়নের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ