দেশের ৬৪ জেলার তিনশত উপজেলার ১৫০০০ মাধ্যমিক স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন অংশ হিসেবে গুইমারা, মাটিরাঙ্গা ও রামগড় উপজেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সংগঠকদের নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় গুইমারা গভ. মডেল হাই স্কুল মিলনায়তনে রামগড় উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আবু কাউসার’র সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) রক্তিম চৌধুরী। পাঠাভ্যাস কর্মসূচীর লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন পাঠাভ্যাস কর্মসূচির ম্যানেজার মাহাবুব হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলার একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুত। এতে গুইমারা উপজেলার ০৮টি স্কুল -মাদ্রাসা, মাটিরাঙ্গা উপজেলার ১৮টি স্কুল -মাদ্রাসা এবং রামগড় উপজেলার ০৯টি স্কুল -মাদ্রাসার শিক্ষক ও সংগঠকেরা উপস্থিত ছিলেন।
এম/এস