জানা যায়, রমজান আলীকে জিম্মি করে গত তিনদিন ধরে তার বাসায় অবস্থান নিয়ে এ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযানে নামে সেনাবাহিনী। টানা ৭ ঘন্টার অভিযান শেষে সন্ত্রাসীদের কাছ থেকে ৪টি মর্টার, ১টি একে ৪৭, ১টি এম ওয়ান, ১টি এলজি লং ব্যারেল, ১টি পয়েন্ট টু টু মি: মি: রাইফেল, ১টি চায়না পিস্তল, ১টি এলজি শর্ট ব্যারেল, ২টি ওয়াকিটকি, মাইন তৈরীর সরঞ্জাম, ভারতিয় রুপি, ৬৭ রাউন্ড গোলা বারুদ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃত সন্ত্রাসীদের আইনি প্রক্রিয়া শেষে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুদ ইবনে আনোয়ার জানান আটককৃতদের ফটিকছড়ি থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রস্তুতি চলছে।
এম/এস