খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার ধনিরামপাড়া এলাকায় বসবাসরত দুস্থ,গরীব পাহাড়ি ও বাঙ্গালী ৩৫০জন মানুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন রামগড় ৪৩ বিজিবি।
৪৩ বিজিবির উদ্যোগে ২৩শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধানিয়ারামপাড়া এলাকায় বিনামুল্যে চিকিৎসা সেবার ক্যাম্পিং কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান,পিএসসি।বিনামুল্যে চিকিৎসা সেবা ক্যাম্পিং অনুষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করেন দুজন অভিজ্ঞ ডাক্তার।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো. হাফিজুর রহমান,পিএসসি জানান, সীমান্ত এলাকায় অবৈধ মাদক চোরাচালান প্রতিরোধ অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করা সহ সীমান্ত সুরক্ষার পাশাপাপাশি মানবিক কাজেও অতিতের ন্যায় বিজিবি হতদরিদ্র মানুষের পাশে থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির পদস্থ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
এম/এস