বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের উদ্যোগে মানিকছড়ি সদর ইউনিয়নের দক্ষিণ ফকিরনালা এলাকায় ইউনিয়ন পর্যায়ের এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মানিকছড়ি উপজেলার দক্ষিণ ফকিরনালা এলাকার সমস্যা চিহ্নিত করে ফোরামের সদস্যরা পরিকল্পনা তৈরী করেন। যা বিভিন্ন সরকারি-বেসকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে সমাধান করার সিদ্ধান্ত গৃহিত হয়।
ফোরাম সভায় সিপিপি পিএইপি-২ প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা (হিসাব ও প্রশাসন) নেছারুল আলম খান, সিপিপি পিএইপি -২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান, মাঠ সহায়ক আবাইশে মারমা, হিমেল চাকমা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, Fair Ecological Transition বাস্তবায়নে পশুপালের পাশাপাশি কৃষির আধুনিক প্রযুক্তির কোন বিকল্প নেই। পশু লালন-পালন করে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়া যায় ও পারিবারিক পুষ্টির চাহিদা মেটায়। সেই সাথে বাড়ির আশে পাশে সবজি চাষ ও ভার্মি কম্পোস্ট সার উৎপাদন কওে বাড়তি আয় করার পরামর্শ দেন।
এম/এস