খাগড়াছড়ি পৌর সভার উদ্যোগে নির্মিত তিন প্রকল্প পরিদর্শণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। প্রকল্প তিনটি হলো খাগড়াছড়ি ২নং পৌর ওয়ার্ডে নির্মিত স্যানেটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার ও বঙ্গবন্ধু পৌর আশ্রয়ণ প্রকল্প এবং ৬নং ওয়ার্ডে নির্মিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব আশ্রয়ণ প্রকল্প।
১৫ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৫টার দিকে প্রশাসনিক কাজ শেষেই তিনি এই প্রকল্প পরিদর্শণ করেন। পরিদর্শণের সময় সাথে ছিলেন, খাগড়াছড়ি পৌর সভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, ২নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মানিক পাটোয়ারী, ৬নং পৌর কাউন্সিলর মো. রেজাউল প্রমূখ।
বঙ্গবন্ধু পৌর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শণে জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন এবং সুবিধাভোগীদের সাথে কথা বলেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে একটি করে কম্বল বিতরণের নির্দেশ দেন। পৌর মেয়রের সাথে আলাপকালে তিনি বলেন, অসহায়দের সহায়তায় তিনি যেকোন পদক্ষেপ নিবেন।
এম/এস