খাগড়াছড়ি জেলার রামগড় ৪৩ বিজিবি গৃহহীন দুই পরিবারকে বসতঘর নির্মাণ করে দিলো। ২৫শে জানুয়ারি ২০২৩ দুপুর ১২.১৫ ঘটিকায় রামগড় ৪৩ বিজিবি এর ব্যবস্থাপনায় তৈচালাপাড়া এবং নূরপুর এলাকায় বসবাসরত গৃহহীন দুই পরিবারকে নতুন করে বসতঘর নির্মাণ করে বসবাসের জন্য চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি। প্রধান অতিথি জানান,রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুঃস্থদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।
এম/এস