খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে ৪৫০ জন স্থানীয় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
এলাকায় স্থিতিশীলতা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে জনকল্যাণমূলক এ কর্মসূচিতে ছিলো সেলাই মেশিন, সোলার, ঢেউটিন, হুইল চেয়ার, কম্বল, জ্যাকেট, মেয়ের বিয়ের জন্য, চিকিৎসার জন্য এবং ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের জন্য নগদ অর্থ ও খাদ্য সামগ্রী।
সকালে গুইমারা শহীদ লেঃ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন। এ সময় এলাকার উন্নয়নে সকলকে শান্তি সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান রিজিয়ন কমান্ডার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রিজিয়নের জি.টু.আই মেজর মেহেদী হাসার, বিএম মেজর মোঃ খালেদ মাহমুদ, ডি.কিউ মেজর আব্দুল্লাহ আল ফরহাদ, সিন্দুকছড়ি জোনের উপ- অধিনায়ক এ.কে.এম ফয়সাল সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এম/এস