শত চেষ্টা করেও বাঁচানো গেল না ১৪ মাস বয়সী আয়েশাকে
স্টাফ রির্পোটারঃ
/ ২০৩
জন পড়েছেন
প্রকাশিত :
শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
শেয়ার
শত চেষ্টা করেও বাঁচানো গেল না ১৪ মাস বয়সী আয়েশাকে। অন্যান্য শিশুর মত স্বাভাবিকভাবে জন্ম নিলেও ৪৫ দিন বয়স থেকে পরিবার বুঝতে পারে আয়েশার মাথায় পানি জমে অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে। চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে গিয়ে জানতে পারে আয়েশার হাইড্রোকে প্লাস হয়েছে। অপারেশন করতে ব্যয় ভার বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হওয়ায় চিকিৎসার আশা ছেড়ে দিয়ে বাড়িতে নিয়ে আসে আয়েশাকে। এমন খবর শুনে ২৩ বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্নেল এবিএম জাহিদুল করিম তাৎক্ষণিক চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেখে দুই মাস অপারেশনের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বক্ষণিক খোঁজখবর সহ সকল ব্যয় বহন করেন। সফল অপারেশন শেষে গত ১সপ্তাহ আগে আয়েশা সুস্থ হলে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নিজ বাড়িতে আনা হয়। কদিন ভাল থাকলেও আজ সকালে হঠাৎ করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান আয়েশা।
এমন মৃত্যুর সংবাদ শুনে সাথে সাথে আয়েশাকে দেখতে শোকাহত পরিবারকে সান্তনা দিতে তার বাড়িতে ছুটে যান ২৩ বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্নেল এবিএম জাহিদুল করিম। এ সময় কাফন দাফনের সকল খরচের দায়িত্ব নেন তিনি।