• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ  গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে- ইউএনও মনজুর আলম মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার বাঙ্গালহালিয়াতে রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে অন্নকুট উৎসব সম্পন্ন রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কাপ্তাইয়ে ইউএনও এর বিদায় সংবর্ধনা নেত্রকোনায় জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিনে হিমু উৎসব জনগণের মন জয় করাই বিএনপি’র রাজনীতির লক্ষ্য মানিকছড়িতে ‘সম্প্রীতির বিশাল সমাবেশে’ ওয়াদুদ ভূঁইয়া গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান খাগড়াছড়িতে মাদকের ভয়াবহতা সম্পর্কে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

মহেশখালীতে মোহরাকাটা কমিউনিটি ক্লিনিকের নব-নির্মিত ভবন-শুভ উদ্বোধন

হ্যাপী করিম, স্টাফ রিপোর্টার (মহেশখালী) কক্সবাজার: / ২৩২ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রান। দিন বদলের সোনালী ঝিলিক, বাড়ির পাশে কমিউনিটি ক্লিনিক দেশের স্বাস্থ্যখাতে কমিউনিটি ক্লিনিক অগ্রণী ভূমিকা রাখতে উপজেলার হোয়ানক ইউনিয়নে পানিরছড়া গ্রামে মোহরাকাটা কমিউনিটি ক্লিনিকের নব-নির্মিত ভবন-শুভ উদ্বোধন।
রবিবার (১৫ ই জানুয়ারী ) বেলা ১টা দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক-এমপি  এই ক্লিনিকের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহফুজল হক, যার বলিষ্ঠ নেতৃত্বে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’সহ ত্রিশটি বেশি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য  সেবায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত যা সারাদেশে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন..হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মীর কাশেম চৌধুরী, মহেশখালী প্রেসক্লাবের দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবক আব্দুস শুক্কুর সিআইপি, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল ইসলাম, হোয়ানক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফিরোজ ওয়াহিদ চৌধুরী শামীম’সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি  আলহাজ্ব আশেক উল্লাহ রফিক-এমপি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মান‌নীয় প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা চাওয়া‌তেই প্রকল্পটি হাতে নেওয়া হয়। এরপর প্রথম ২০০০ সালের এপ্রিলে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া পাটগাঁতী ইউনিয়নের গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার প্রকল্পটি বাতিল করে। বন্ধ হয়ে যায় সেখানকার গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল এই ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় প্রকল্পটি পুনরায় চালু হয়। এরপর দ্রুত গ‌তি‌তে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বাড়তে থাকে। ফলে অল্প সময়েই স্বাস্থ‌্যসেবা পৌঁছে যায় মানুষের কাছে। এখন গ্রামীণ সড়কের পাশ দিয়ে প্রায়ই চোখে পড়ে কমিউনিটি ক্লিনিক। প্রায় একই নকশায় তৈরি ছোট্ট ভবনে এই ক্লিনিক ব্যবস্থাপনা দিনে দিনে মানুষের কাছে অপরিহার্য ভরসা হয়ে উঠেছে। প্রত্যেক ওয়া‌র্ডেই এই ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক থাক‌বে।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ