খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউপির অধিনস্থ তৈচাকমা নামকস্থানে (রবিবার) ৮ই জানুয়ারী বেলা ২টায় কৃষি উদ্যোক্তা মোহাম্মদ ফয়েজ আহমেদ এর মিশ্রণ ফলজ বাগানের প্রায় ২০০/২৫০ ফল গাছ কেঁটে দিয়েছে উশৃঙ্খল দুর্বৃত্তরা এবং মুখোশ পরা অবস্থায় বাগানের কেয়ারটেকার আব্দুল ছালাম(২৫), অর্জুন (৭৫)কে মেরে গুরুতর আহত করা হয়েছে। আহত ছালাম,অর্জুন রামগড় হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহত ছালাম (২৫) ও অর্জুন (৭৫) জানান, ১০/১৫জন উপজাতি যুবক এসে আমাদেরকে অস্ত্র দিয়ে জিম্মি করে বাগানের প্রায় ২০০/২৫০ গাছ কেঁটে দিয়েছে, ওদের হাতে রিভলবার, দেশীয় অস্ত্র দামা ছিলো,তারা গাছ কাঁটার বিষয়টি কাউকে না বলতে বলে , আর আজকে থেকে এই বাগানে কোন শ্রমিক যেনো কাজ না করে এখানে কোন বাগান করা যাবেনা বলেও হুমকি দেয়,ওরা বাগানে আমাদের থাকার ঘর ভাংচুর করে কৃষি উপকরণ লুটপাট করে নিয়ে যায় এবং আমাদের ২জনকে অনেক মারধর করেছে, একপর্যায়ে প্রাণ ভিক্ষা চেয়ে মরণের হাত থেকে রক্ষা পেয়েছি।
এবিষয়ে বাগান মালিক ফয়েজ আহমেদ এর ছেলে মোহাম্মদ শরিফুল ইসলাম( সোহেল ) পাশের ঢাকাইয়ার বাগানের মালিক কর্তৃপক্ষে দায় করে বলেন কয়েকমাস পূর্বে আমাদের পাশের বাগানের মালিকের সাথে জমি ও সীমানা নিয়ে আমাদের প্রচন্ড ঝামেলা হয়েছে,যা রামগড় থানায় বৈঠক বসেও সমাধান হয়নি, প্রতিনিয়ত তাদের শ্রমিক দিয়ে আমাদের বাগানের ক্ষতি করার চেষ্টা করেছে, আজকের এই জগণ্যতম কাজের জন্যে আমি পাশের বাগান মালিক পক্ষকে দায়ী করছি,তারাই উপজাতীয় অস্ত্রধারী উশৃঙ্খল সন্ত্রাসী দিয়ে আমাদের বাগানের গাছ কেঁটে প্রায় ৫/৬ লক্ষ টাকার ক্ষতি করেছে, এবিষয়ে আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
এম/এস