• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
মহেশখালীতে RB24 ফাউন্ডেশন কর্তৃক মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা সম্পন্ন ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার খাগড়াছড়ি জেলা জামায়াতের ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত খাগড়াছড়িতে জামায়াত নেতৃবৃন্দের সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ এখনো অনিশ্চিত:  তবুও শুরু হল চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাট সেতু নির্মাণের প্রাথমিক কাজ রাঙ্গামাটিতে স্বাস্থ্যসেবা বিষয়ক জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সেবাগ্রহীতার গণশুনানি অনুষ্ঠিত খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান  পদ্মা যমুনায় নাব্যতা সংকটে বিপাকে জাহাজ চলাচল  রাঙামাটিতে কমলা চাষে সফল সুদত্ত চাকমা রামগতিতে জোরপূর্বক বসতঘর দখলের চেষ্টা রাঙামাটি জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত লংগদুতে মহিলা দলের বর্ধিত সভা

শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে লংগদু সেনা জোনের আয়োজনে নানা কর্মসুচীর পালিত

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ / ২৪০ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫তম বার্ষিকী (রজত জয়ন্তী) উপলক্ষ্যে শুক্রবার (০২ ডিসেম্বর) সকালে লংগদু সেনা জোনের উদ্যোগে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

লংগদু জোনের আওতাধীন জাতি,ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণে
ঐতিহাসিক শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে লংগদু জোন সম্প্রীতি র‌্যালি, আলোচনা সভা, প্রীতি ভোজসহ নানা কর্মসুচীর আয়োজন করেন।

শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ১০ টায় একটি সমপ্রীতি র‌্যালী লংগদু উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বাইট্টাপাড়া মাদ্রাসা মাঠে এসে র‌্যালিটি শেষ হয়।
দুপুর ২টায় জোনের অডিটোরিয়ামে প্রীতিভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লংগদু জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হিমেল মিয়া, পিএসসি। লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর খালেদ,র, সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকিব ওসমান, লংগদু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, আটারকছড়া ইউপি মহিলা সদস্য স্মরণিকা চাকমা, লংগদু সদর ইউপি সদস্য দীর্ঘায়ু চাকমা, লংগদু প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হেডম্যান এখলাছ মিঞা খান, মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব আলী, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, লংগদু প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যান মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
উক্ত আলোচনা সভায় মাননীয় জোন কমান্ডার বলেন শান্তি চুক্তির পরে পার্বত্য এলাকায় ব্যপক উন্নয়ন হয়েছে । এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সাম্প্রতিক সম্প্রীতি অটুট রাখতে হবে। আর এ জন্য আপনাদেরই বেশি ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন চাঁদাবাজির ব্যপারে আমার জিরো ট্রলারেন্স কোথায় চাঁদাবাজি হচ্ছে আমাদেরক জানাবেন আমরা ব্যবস্থা নিব।

উক্ত আলোচনা সভায় বক্তারা পার্বত্যাঞ্চলে চাঁদবাজি, গুম, খুন, অপহরণসহ নানা অপরাধ কর্মকান্ডের ব্যপারে পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ