মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশের ৭৬জন মেধাবী শিক্ষার্থীকে ” শেখ হাসিনা শিক্ষাবৃত্তি ও স্মারক উপহার ” প্রদান করবে বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শুক্রবার (৭ অক্টোবর)এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই শিক্ষাবৃত্তি ও স্মারক উপহার তুলে দেবে ছাত্রলীগ।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর ২০২২) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে ৭৬জন মেধাবী, সৃজনশীল ও দেশাত্মবোধসম্পন্ন শিক্ষার্থীকে ” শেখ হাসিনা শিক্ষাবৃত্তি ও স্মারক উপহার দেয়া হবে।
মেধাবী শিক্ষার্থীদের ” শেখ হাসিনা শিক্ষাবৃত্তি ও স্মারক উপহার ” প্রদানের বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক সৈয়দ শরিফুল আলম(শপু) , বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা দেশের শিক্ষার্থীদের কল্যাণার্থে কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় ছাত্রলীগের সর্বোচ্চ অভিভাবক হিসেবে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ৭৬জন মেধাবী, সৃজনশীল ও দেশাত্মবোধসম্পন্ন শিক্ষার্থীকে ” শেখ হাসিনা শিক্ষাবৃত্তি ও স্মারক উপহার” প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এম/এস