কয়েক দিন আগে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। সাফ চ্যাম্পিয়নশিপে গড়েছেন ইতিহাস। ট্রফি নিয়ে বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দেশে ফিরেছেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজসিক সংবর্ধনা শেষে ছাদখোলা বাসে বাঘিনিদের নিয়ে আসা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। তবে এর মাঝে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিমানবন্দরে সাফ জয়ী কৃষ্ণ রানী সরকার ও শামসুন্নাাহরের ব্যাগ থেকে টাকা চুরি হয়েছে।
কৃষ্ণা রানী জানিয়েছেন, তার ব্যাগ থেকে প্রায় আড়াই লাখ টাকা চুরি হয়েছে। বিমানবন্দর থেকে শোভাযাত্রায় এই ঘটনা ঘটেছে।
তিনি বলেন, যেহেতু দেশের আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল, এজন্য আমরা আমদের হ্যান্ড ব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম। পরে যখন লাগেজ খুলি তখন দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলারসহ আরও অনেকের কিছু ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো। সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর।
শুধু তারই টাকা চুরি যায়নি। আরও কয়েকজন ফুটবলারের ব্যাগের তালা ভাঙ্গা ছিল বলেও জানান তিনি।
এম/এস