কালারমারছড়ায় অবৈধভাবে সেলু মেশিন দিয়ে বালু উত্তলন করায় মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ই সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার ৩নং কালারমারছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর ঝাপুয়া এলাকায় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন এর নির্দেশে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম। এ সময় বালু উত্তলনের মেশিন ও পাইপ জব্দ করা হয়,যাহার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা। বালু উত্তোলনকারী কাউকে পাওয়া যায়নি, স্থানীয়দের মতে মৃত মোসলেম মিয়ার পুত্র রাকিবুল হাসান রুবেল, জয়নাল আবেদীন, মোক্তার আহমদ, আবু আহমদ চৌধুরী, আজগর আলী, রিদুয়ান নেতৃত্বে দীর্ঘদিন ধরে সেলু মেশিন বসিয়ে বালু উত্তল করে আচ্ছে বলে জানান। চরার ভাঙন পাশাপাশি তীর রক্ষা বাঁধে ধস দেখা দেয়।
এ বিষয়ে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম প্রতিনিধি’কে বলেন, বালু দস্যুদের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন এবং অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান চলমান থাকবে।
এম/এস