ইউক্রেনে শুক্রবার (১১ মার্চ) থেকে হামলা জোরদার করেছে রাশিয়া। রুশ সেনাদের বিশাল বহর কয়েক ভাগে বিভক্ত হয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ ঘিরে ফেলে আক্রমণ চালাচ্ছে চারদিক থেকে। খবর: বিবিসির।
প্রথমবারের মতো নতুন তিনটি শহরেও রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক শুক্রবার এক টুইটে বলেছেন, বড় শহরগুলো আবারও ধ্বংসাত্মক হামলার মুখে পড়েছে।
একজন মার্কিন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, কিয়েভকে চার দিক থেকে ঘিরে ফেলতে চাইছেন রুশ সেনারা।
রুশ বাহিনীকে প্রতিরোধে ইউক্রেনের সেনারাও চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেছেন, রাজধানীর বাসিন্দাদের একটি বড় অংশ চলে গেছে। রুশ সেনাদের প্রতিরোধে এখন প্রতিটি বাড়ি একেকটি দুর্গে পরিণত হয়েছে।