দৈনিক কালেরকন্ঠ’র মাদারীপুর প্রতিনিধি আয়েশা দিদ্দিকা আকাশীকে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেয়ায় মাদারীপুর জেলার সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন মৈত্রী মিডিয়ার সম্পাদক এস এম আরাফাত হাসান। জেলা ও উপজেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেয়। তাদের সাথে ব্যানার-ফ্যাস্টুন হাতে যোগ দেয় বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। মানববন্ধনে বক্তারা দ্রুত আয়েশা দিদ্দিকা আকাশীকে মাদারীপুর প্রতিনিধির পদে বহাল রাখার দাবি জানান। তা না হলে কলম বিরতিসহ বিভিন্ন আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ,সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, দৈনিক বিশ্লেষণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলাম খান,দৈনিক সুবর্নগ্রাম পত্রিকা কতৃপক্ষের প্রতিনিধি ও জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান, সময় টিভি প্রতিনিধি অভিজিৎ কর্মকার,কালকিনি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিলন মাহমুদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন লিটন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও কর্মীরা। উক্ত মানববন্ধনে সঞ্চালনা করেন চ্যানেল ২৪ সাংবাদিক সাগর হোসেন তামিম। আরো ছিলেন স্বপ্নের সবুজ বাংলাদেশ, বিডি ক্লিন,দুরন্ত মাদারীপুর, নকশি-কাথা,মানবিক রক্ত ব্যাংক,বন্ধন পরিবার,মানব কল্যান সংগঠন, আফতাব উদ্দিন মিয়া ফাউন্ডেশন, আঁচল মাল্টিমিডিয়া শিল্পী সংসদ,আলোকিত জীবনের সন্ধানে পরিবার,বন্ধুসভা সহ বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন।
গত ২৬ সেপ্টেম্বর কোন ধরনের নোটিশ ছাড়া প্রতিষ্ঠান থেকে মাদারীপুর প্রতিনিধি আয়েশা দিদ্দিকা আকাশীসহ ১৮জন জেলা প্রতিনিধিকে অব্যাহতি দেয় দৈনিক কালেরকন্ঠ। প্রতিষ্ঠানটির মানব সম্পদ ও প্রশাসনের বিভাগীয় প্রধান আনিসুজ্জামান তালুকদারের স্বাক্ষরিত এক চিঠিতে সেখানে উল্লেখ করা হয় প্রতিষ্ঠানের স্বার্থে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।